বৃহস্পতিবার ● ১৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে জাতীয় শোক দিবস পালিত
নড়াইলে জাতীয় শোক দিবস পালিত
ফরহাদ খান, নড়াইল।
বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে আগামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল বিকেলে (১৫ আগস্ট) নড়াইলের নড়াগাতি বাজার এলাকায় জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।
নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা লে কামান্ডার (অব:) ওমর আলী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য রায়হান ফারুকী ইমাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সভাপতি কাজী খুরশিদ আলম দিদার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নড়াগাতি থানা সভাপতি নইমুল ইসলাম বরকত প্রমুুখ। এছাড়া আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নারীনেত্রীবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনসহ নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়ায় জাতীয় শোক দিবসে কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। এদিকে নড়াইলের আমাদা আদর্শ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।