সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ ৮ সেপ্টেম্বর
নড়াইলে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ ৮ সেপ্টেম্বর
ফরহাদ খান, নড়াইল ।
আগামি ৮ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সোমবার (২৭ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ উপ-পর্ষদের আহবায়ক নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, হাসানুজ্জামান হাসান, শরীফ মুনির হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি, নারীনেত্রী আঞ্জুমান আরা, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের সভাপতি সালমা রহমান কবিতা, ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ মুন্নু প্রমুখ।
সভায় সুষ্ঠু-সুুন্দর ভাবে নৌকাবাইচ উদযাপনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে, আগামি ৫ থেকে ৮ সেপ্টেম্বর নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে চারদিনব্যাপী ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হবে।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ‘মাটি ও মানুষের শিল্পী’ হিসেবে সমধিক পরিচিত। তার স্মরণে নড়াইলে নির্মিত হয়েছে ‘এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালা’, ‘শিশুস্বর্গ’ ও ‘আর্ট কলেজ’। বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।