সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রথমবারের মতো প্রবর্তিত ‘মাদার তেরেসা রত্ন’ সম্মাননা পাচ্ছেন বঙ্গবন্ধু
প্রথমবারের মতো প্রবর্তিত ‘মাদার তেরেসা রত্ন’ সম্মাননা পাচ্ছেন বঙ্গবন্ধু
এস ডব্লিউ নিউজ।
প্রথমবারের মতো প্রবর্তিত ‘মাদার তেরেসা রত্ন’ সম্মাননা পাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকাতার সত্যজিত রায় মিলনায়তনে গতকাল রবিবার মাদার তেরেসার ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড মঞ্চে এ ঘোষণা দেন কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস।
তিনি বলেন, ২০০১ সালে প্রথমবারের মতো মাদার তেরেসা অ্যাওয়ার্ড আমি সোনারগাঁও হোটেলে নিজ হাতে তুলে দেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এরপর বহু বিশিষ্টজন কলকাতায় এসে এই অ্যাওয়ার্ড নিয়েছেন। আমরা ঠিক করেছি ২০১৯ সাল থেকে মাদার তেরেসা অ্যাওয়ার্ডের পাশাপাশি মাদার তেরেসা রত্ন সম্মাননা চালু করব। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম মরণোত্তর মাদার তেরেসা রত্ন সম্মাননা দেয়া হবে।