মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা
মাগুরায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা
মাগুরা প্রতিনিধি :
মাগুরা সদরের কাদিরাবাদ গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে সোমবার দুপুরে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হয়েছে। ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে মাগুরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন বিজ্ঞ বিচারক মো: জামিউল হায়দার।
বাদীপক্ষে আইনজীবি মীর্জা হাফিজ জানান - গত ১৯ আগস্ট সকালে তার মক্কেলের (মো: মোক্তার হোসেন) মেয়ে মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (সুমাইয়া) কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সাজিয়াড়া গ্রামের মো: কোরবান বিশ্বাসের ছেলে অন্তু বিশ্বাস এবং তার সহযোগি সিজান ও বারিক। পরে সদরের ইছাখাদা বাজার এলাকায় মেয়েটি চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে এবং মেয়েটিকে উদ্ধার করে। তিনি অভিযোগ করেন ঘটনাটি ওই দিনই মাগুরা সদর থানায় জানিয়ে মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম মামলা না নিয়ে তাদের ফেরত পাঠান। ফলে তিনি বাধ্য হয়ে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছেন। সোমবার দুপুরে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।