শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রী ইমা বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো
পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রী ইমা বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো
পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রী ইমা বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো
নিজিস্ব প্রতিনিধি ॥
পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। জানাগেছে গতকাল শুক্রবার উপজেলার গদাইপুর গ্রামের বাচ্চু খাঁর বাড়িতে তার স্কুল পড়–য়া কন্যা ইমার বিয়ের আয়োজন চলছিল। সে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, বাচ্চু খাঁ’র মেয়ে ইমার সাথে লস্কর ইউনিয়নে লক্ষ্মীখোলা গ্রামের শরিফুল সরদারের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তুতি চলছিল। এ দিকে এ খবর পেয়ে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান পুলিশের সহায়তায় কণের বাড়ীতে গিয়ে পিতা ও কন্যাকে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে মনিরুজ্জামান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মুচলেকা দিয়ে স্থানীয় গদাইপুর ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।