শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ থেকে চুরি হওয়া ট্রাক মাগুরায় আটকের পর নানান ধ্রুবজাল সৃষ্টি
ঝিনাইদহ থেকে চুরি হওয়া ট্রাক মাগুরায় আটকের পর নানান ধ্রুবজাল সৃষ্টি
মাগুরা প্রতিনিধিঃ শুক্রবার রাত অনুমান ২টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ মোড় মিন্টু তেল পাম্প থেকে চুরিকৃত ট্রাক যার নং ঝিনাইদহ ট-০২-০০৯৯ গাড়িটি শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের মধ্যপাড়া নামক স্থানে রাত অনুমান সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজনের নিকট আটককের পর থেকে সৃষ্টি হয়েছে নানা ধ্রুবজাল । স্থানীয় লোকজন দাবি করছে তারা চোরাই গাড়ীসহ চোরকে তারা আটক করেছে। জনগনের নিকট আটককৃত চোরও বলেছে সে গাড়িটি চুরি করেছে। গাড়িটি আটকের পর মালিক এবং গাড়ির প্রকৃত ড্রাউভারও বলেছে গাড়িটি চুরি হয়েছে এবং শৈলকুপা থানায় মামলা করা হবে মর্মে আটককৃত চোরকে অন্য লোকের সাথে করে পাঠিয়ে দেওয়া হয়। আর তখনও কর্তব্যরত পুলিশ অফিসার স্থানীয় লোকজনদের আশ্বস্ত করেছিলেন উদ্ধারকৃত গাড়ীর বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু ঘটনাস্থলে পুলিশের সাথে মালিক পক্ষের আপোষরফা হওয়ার পরপরই পাল্টে যায় সব চিত্র । কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে পুলিশ ও মালিকপক্ষ একসাথে বিপরীতমুখী কথা বলতে শুরু করে। প্রাথমিক পর্যায়ে চুরির বিষয়টি স্বীকার করলেও পরে সবাই অস্বীকার করতে থাকে। চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করা এবং গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই না করে গাড়িটি ছেড়ে দেওয়ায় স্থানীয় লোকজনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বারইপাড়া গ্রামের বাসিন্দা,প্রত্যক্ষদর্শী নসিমন চালক লালচাঁদ ওরফে কালা জানান, শৈলকুপার মাছতুল গ্রামের ইব্রাহীমের পুত্র স্বাধীন (২৫) ঝিনাইদহ শহরের হামদহ মোড়স্থ মিন্টু তেল পাম্প থেকে শুক্রবার রাত অনুমান ২টার দিকে ট্রাকটি চুরি করে বারইপাড়া গ্রামের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে এ গ্রামের মধ্যপাড়া নামক স্থানে পৌছালে রাস্তার বাক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তা থেকে পার্শ্ববর্তী নিচু স্থানে নেমে পড়ে। বারবার চেষ্টা করেও গাড়িটি ওখান থেকে উঠাতে না পারলেও গাড়ির বিকট শব্দে আশের-পাশের লোকজন জেগে ওঠে। একপর্যায়ে লালচাঁদ ওরফে কালা গাড়ির কাছে গিয়ে দেখতে পায় গাড়ীটি রাস্তার পাশে পড়ে আছে এবং গাড়ির চাকাগুলি খোলা । তখন সে গাড়ির চোরকে বিষয়টি জানতে চাইলে বলে যে, আমার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে। চাকাগুলো মেরামতের জন্য মাগুরা নিতে হবে। আপনি যদি আমাকে মাগুরা নিয়ে যান তাহলে ১ হাজার টাকা দেওয়া হবে। চোরের কথায় কালার সন্দেহ হলে সে গাড়ির বড়ি থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে গাড়ির মালিককে ফোন দিলে গাড়ির মালিক জানায় তার ট্রাকটি তেল পাম্প থেকে চুরি হয়ে গেছে এবং তিনি আরো অনুরোধ করে বলেন গাড়ি ও চোরকে আটক করে রাখতে । গাড়ি মালিকের কথামত চোরকে আটক রাখা হয় এবং ভোর হতে না হতেই গাড়ির মালিক ঘটনাস্থলে পৌছে সবখুলে বলেন । শনিবার সকালে স্থানীয় ইউপি সদস্য মুকুল মোল্লা পুলিশকে বিষয়টি আবগত করলে পুলিশ গাড়িটি উদ্ধার করে ।
এ বিষয়ে গাড়ির মালিক হাফিজুর রহমান বলেন, স্বাধীন তারই গাড়ির হেলপার। সে কাউকে কিছু না বলে গাড়িটি শ্রীপুর এলাকায় নিয়ে এসেছিল।
শ্রীপুর থানার ওসি মো: মাহাবুবুর রহমান বলেন, যেহেতু গাড়ির মালিক কোন অভিযোগ দেয়নি তাই গাড়িটি আটক না করে ছেড়ে দেওয়া হয়েছে।