বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় দুগ্ধদানকারী মায়েদের হেলথ ক্যাম্প
মাগুরায় দুগ্ধদানকারী মায়েদের হেলথ ক্যাম্প
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় সরকারি ভাতাভোগী দুগ্ধ দানকারী (ল্যাকটেটিং মাদার) কর্মজীবি মায়েদের দিনব্যাপী হেলথ ক্যাম্প করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার শহরের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাদুল্লাহ।
হেলথ ক্যাম্পে জেলার ৩শ দুগ্ধ দানকারী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে বিশেষ পরামর্শ দেন মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত বিশ্বাস ও ডা. লাভলী খাতুন। এ সময় চিকিৎসকরা জানান শিশুর শরীরের পরিপূর্ণ বিকাশের জন্য মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই। মায়ের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবন যাপন মা ও শিশু উভয়কেই সুস্থ্য রাখে। অনুষ্ঠান থেকে মায়েদের হাতে সাবান, খাবার স্যালাইনসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এ সকল মায়েরা মাতৃত্বকালীন সময়ের শুরু থেকে ২ বছর পর্যন্ত সরকার থেকে প্রতিমাসে ৫শ টাকা করে ভাতা ভোগ করেন।