রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিদের গণসংযোগ অব্যাহত
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিদের গণসংযোগ অব্যাহত
এস ডব্লিউ নিউজ ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী এলাকায় চলছে ব্যাপক গণ-সংযোগ। নির্বাচনী এলাকায় বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও প্রচারণা চলছে জোরেসোরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান খুলনা-৬ আসনে নির্বাচনের আগ্রহ প্রকাশ করায় পাইকগাছা-কয়রা এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। তাকে নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। চলতি বছর বিভিন্ন সময়ে পাইকগাছা কপিলমুনি, চাঁদখালী ও কয়রা উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশে অর্থ উপদেষ্টা প্রধান অতিথি হিসাবে দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য দিয়েছেন। তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে তিনি নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রতিপক্ষের বিভিন্ন হুমকি, ভয়-ভিতি উপেক্ষা করে নেতাকর্মীরা মসিউর রহমানের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছে। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ড. মসিউর রহমানের জন্য নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দলের তৃর্ণমুলের নেতাকর্মীরা জানিয়েছেন।
আগামী একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে আওয়ামী লীগের প্রার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পাইকগাছা-কয়রা এলাকার বিভিন্ন জনপথ। খুলনা-৬ আসনে পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশিরা ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছে। এদিকে বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক যে সকল স্থানে ড. মসিউর রহমান সভা সমাবেশ করেছেন তিনি প্রায় সে সকল স্থানে সভা সমাবেশ করে প্রতিপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তৃতায় বলেছেন, তার সাজানো বাগান থেকে কেউ ফুল তুলবে এ সুযোগ কাউকে দেওয়া হবে না। এছাড়া সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার প্রেম কুমার, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশীদুজ্জামান মোড়ল এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান খুলনা-৬ আসনে মনোনয়ন পেতে পারে বলে এলাকায় প্রচার পাচ্ছে। এছাড়াও একাদশ সংসদ নির্বাচনে আরও ৫-৬ জন এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি বলে জানাগেছে।