মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরের সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপন ॥ জনমনে স্বস্তি
কেশবপুরের সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপন ॥ জনমনে স্বস্তি
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটারদের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ঐ এলাকাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে উক্ত ভোটকেন্দ্র স্থাপিত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, আগামী জাতিয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় ভোটকেন্দ্রে স্থাপনের জন্য সুফলাকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটারদের দীর্ঘদিনের দাবী। ১ নং ওয়ার্ডের ভোটারদের দাবী প্রেক্ষিতে ঐ ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার বিষয়টি প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে এবং পারর্তীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-কে অবহিত করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপিত হয়েছে।
এদিকে সোমবার বিকালে সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপিত হওয়ায় ঐ ওয়ার্ডবাসি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-কে অভিনন্দন জানিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে এক আনন্দ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মুখপাত্র সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলামম কিবরিয়া মনি, সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান, ইউপি সদস্য মাহাবুর রহমান, সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম প্রমুখ।