মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন… ড. মসিউর রহমান
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন… ড. মসিউর রহমান
এস ডব্লিউ নিউজ ॥
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধ অপরাধের বিচার বর্তমান সরকারের আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ড. মসিউর রহমান বলেন, বিএনপি জামায়াত দেশের শান্তি চাই না, এ জন্য তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করার রাজনীতি করে। বিএনপি-জামায়াতের এ ধরণের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে। নির্বাচনকালীন সরকারের ব্যাপারে তিনি বলেন, সংসদের সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এ ধরণের সরকার সাধারণত ছোট আকারের হয়ে থাকে। তবে গ্রহণযোগ্য ব্যক্তিরাই সরকারে প্রতিনিধিত্ব করবে। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলার মৌখালী মোল্লা বাড়ী চত্ত্বরে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ পংকজ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা গাজী মোহাম্মদ আলী, ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, আওয়ামী লীগনেতা আক্তারুজ্জামান সুজা, শেখ কামরুল হাসান টিপু, হেমেশ চন্দ্র মন্ডল, এ্যাডঃ শেখ তৈয়েব হোসেন নূর, অজিত কুমার মন্ডল, শফিকুল ইসলাম কচি, পীযুষ কান্তি মন্ডল, প্রধীশ হালদার, শেখ আব্দুর রশিদ, শুধাংশু সরকার, অরবিন্দু, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, সিরাজউদ্দৌলা লিংকন, এসএম আনিছুর রহমান ও শিক্ষক নূরুল ইসলাম। সকাল ১১ টায় চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, দুপুরে হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেন। বিকালে লতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শামুকপোতা বাজার মন্দির মাঠে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে পাইকগাছায় দুই দিনের সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।