বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » “দাকোপে বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের ফাইনালে” বাজুয়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
“দাকোপে বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের ফাইনালে” বাজুয়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
দাকোপ প্রতিনিধি।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ ফুটবল টুনামেন্টের দাকোপ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বাজুয়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে ফাইনালে বাজুয়া ইউনিয়ন ফুটবল একাদশ চালনা পৌরসভা ফুটবল একাদশের সাথে প্রতিদ্বন্দিতা করে। নির্ধারীত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে বাজুয়া ইউনিয়ন ৩-১ গোলের ব্যবধানে চালনা পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, আ’লীগনেতা এবিএম রুহুল আমীন, আয়োজক কমিটির কর্মকর্তা ও সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, বাজুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উৎপল কান্তি দাশ, পৌর কাউন্সিলর অসিত কুমার সাহা, দেবাশিষ ঢালী,শোভন মল্লিক, মোঃ জিয়ারুর রহমান, রাজু সানা, গ্রীস চন্দ্র সেন প্রমুখ। খেলায় বাজুয়ার রাসেল সেরা খেলোয়াড় এবং চালনা পৌরসভার দেবা সর্বোচ্চ গোলদাতা নির্বাচীত হয়েছেন।