সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » পাইকগাছায় ১৪৮টি মণ্ডপে শারদীয়া দূর্গাপূজা উদযাপিত হবে
পাইকগাছায় ১৪৮টি মণ্ডপে শারদীয়া দূর্গাপূজা উদযাপিত হবে
এস ডব্লিউ নিউজ ॥
এ বছর পাইকগাছা উপজেলায় ১৪৮টি মণ্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছার পূজা মণ্ডপগুলিতে ব্যাপক প্রস্ততি চলছে। মন্দির গুলিতে প্রতিমা তৈরীর কারিগররা দিনরাত কাজ করছে। প্রতিমা তৈরীর মাটির কাজ প্রায় শেষ হয়েছে, কোথাও কোথাও রঙের কাজ চলছে। হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বইতে শুরু করেছে।
সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ১৪৮টি মন্দির ও মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৪৮টি মন্দির ও মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। এর মধ্যে পৌরসভা ৭টি, হরিঢালী ২০টি, কপিলমুনি ১৯টি, লতা ১৩টি, দেলুটি ১৩টি, সোলাদানা ১০টি, লস্কর ১৭টি, গদাইপুর ৫টি, রাড়–লী ২০টি, চাঁদখালী ১২টি ও গড়াইখালী ইউনিয়নে ১২টি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। ১৪ অক্টোবর পঞ্চমীর মধ্যদিয়ে দূর্গাদেবীর বোধন অনুষ্ঠনের মধ্যদিয়ে পূজা শুরু হবে। ১৯ অক্টোবর শুক্রবার বিজয়াদশমী পূজার মধ্যদিয়ে শারদীয়া দূর্গাপুজা শেষ হবে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তাছাড়া সকল পূজা মন্দিরে সভাপতি ও সম্পাদক নিয়ে মতবিনিময় সভার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শারদীয়া দূর্গা উৎসব সু-শৃংখল ও আনন্দ ঘণ পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করাহবে। বিশ্ব জননী পূজায় বাঙালি হিন্দুর হৃদয়কে প্রসারিত করে। সকল ধর্ম-বর্ণের মানুষ ও সকল দেশের মানুষকে আপন করে নিতে শিখিয়ে উৎসবকে সাব্বজনীন উৎসবে পরিণত করে।