মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও ডুয়েলগেজ প্রকল্পের নির্মাণকাজ যৌথভাবে উদ্বোধন
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও ডুয়েলগেজ প্রকল্পের নির্মাণকাজ যৌথভাবে উদ্বোধন
এস ডব্লিউ নিউজ।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও ডুয়েলগেজ প্রকল্পের নির্মাণকাজ যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেল ৫টায় দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
পাইপলাইনটি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্য দিয়ে গেছে। ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল ডুয়েলগেজ লাইন নির্মাণ করা হবে।
এই পাইপলাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন ঢাকার কর্মকর্তারা।
প্রকল্পটিতে ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) খরচ করছে ৯০২ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা। অন্যদিকে, বাংলাদেশ সরকারের বরাদ্দ ২০৪ কোটি ১৬ লাখ ৬৭ হাজার টাকা। বিডি জার্নাল ।