বুধবার ● ২১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় ৪০ হাজার জেলের সাগরে যাওয়া অনিশ্চিত! এমপি’র হস্তক্ষেপ কামনা
পাইকগাছায় ৪০ হাজার জেলের সাগরে যাওয়া অনিশ্চিত! এমপি’র হস্তক্ষেপ কামনা
পাইকগাছায় ৪০ হাজার জেলের সাগরে যাওয়া অনিশ্চিত! এমপি’র হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিনিধি ॥ পাইকগাছার ৪০ হাজার জেলের সাগরের মাছ ধরতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মৌসুমের এখনো পর্যন্ত বনবিভাগ থেকে পারমিট না পাওয়ায় জেলে পরিবারগুলো বিপাকে রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হস্তক্ষেপ কামনা করে বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের সাথে জেলেরা মতবিনিময় করেছেন। উল্লেখ্য উপজেলার বোয়ালিয়া, রাড়–লী, বাঁকা, মাহমুদকাটি, কপিলমুনি, নোয়াকাটি, চাঁদখালী, গড়ইখালী সহ কয়েকটি জেলে পল্লী রয়েছে। এ সব জেলে পল্লী গুলোতে প্রায় ৬ হাজার জেলে পরিবার রয়েছে। পরিবার গুলোর জীবন জীবিকার অন্যতম মাধ্যম হচ্ছে সাগরে মাছ ধরা। চলতি মৌসুমে নানা কারণ দেখিয়ে বন বিভাগ সাগরের প্রবেশের পারমিট না দেওয়ায় এবছর এখনো পর্যন্ত সাগরে যেতে পারেনি উপজেলার জেলে পারিবার গুলো। জেলেদের পক্ষ থেকে বুধবার সকালে এমপি নূরুল হকের সাথে দেখা করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত শত শত জেলেদের কে আসস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন শীতানাথ বিশ্বাস, লালু বিশ্বাস, সুকুমার বিশ্বাস, সুশান্ত, নির্মল, মনোরঞ্জন, পলাশ, শংকর, যুগোল ও সুদাম।