বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » সুতারখালীর দরিদ্র পরিবারে পানির ট্যাংকি ও সেলাই মেশিন বিতরন
সুতারখালীর দরিদ্র পরিবারে পানির ট্যাংকি ও সেলাই মেশিন বিতরন
দাকোপ প্রতিনিধি।
দাকোপের সুতারখালী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে গাজী ট্যাংকি ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। গতকাল বুধবার সকালে দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরন করা হয়।
সুতারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের প্রকল্পের আওতায় এ গুলো বিতরন করা হয়। বেলা ১১ টায় সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার খুলনা শাখার উপপরিচালক (উপসচিব) ইশরাত জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য সিরাজ মল্লিক, খাদিজা আকতার, মোন্তাজ সানা, আইয়ুব আলী ঢালী, নার্গিস বেগম, সুলতা সরদার, মহাসিন শেখ, আজাদুর রহমান সানা, আবু মুছা গাজী, ভবতোষ কুমার মন্ডল, নিমাই মন্ডল, ইউপি সচিব মাধব চন্দ্র বালা প্রমুখ। অনুষ্ঠানে হতদরিদ্র ৪০ টি পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনে গাজী ট্যাংকি এবং ১৩ টি সেলাই মেশিন বিতরন করা হয়।