সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর সদরের শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মুকুল কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, সেলিনা পারভীন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল। উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক, সাংবাদিক আব্দুল আজিজ, জগদীশ চন্দ্র রায়, মিজানুর রহমান ও দীপক কুমার মন্ডল। পাইকগাছায় প্রায় ৫৪ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৭ অক্টোবর ৩১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মধ্যে লক্ষমাত্রা অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। লক্ষমাত্রা অনুযায়ী ২২৯টি প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ৩২ হাজার ১১৪ ও ৮২টি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ২১ হাজার ৬৭৫ শিশু। এছাড়াও স্কুল বহিরভূত শিশুদের মধ্যেও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।