মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী ও মধুমেলা ২০১৯ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনার রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি ডি.এম শহিদুজ্জামান, যশোর চাঁদের হাটের সাধারণ সম্পাদক এস এম আরিফ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু একাডেমীর প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাঃ গোলাম মোস্তফা,সহ-সাধারণ সম্পাদক উৎপল দে, কবি খসরু পারভেজ, আব্দুস সাত্তার প্রমুখ। সভায় ২০১৯ সালের ২২ জানুয়ারী থেকে সপ্তাহব্যাপী মধুমেলা উদযাপনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।