রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে -নারায়ণ চন্দ্র চন্দ
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে -নারায়ণ চন্দ্র চন্দ
এস ডব্লিউ নিউজ ঃ
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। ছাত্রছাত্রীদের ভালভাবে লেখাপড়া করে নিজের জীবনকে সার্থক করে তুলতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে সকলকে চলতে হবে।
তিনি রবিবার সকালে খুলনা ডুমুরিয়া ডিগ্রি কলেজে এইচ এস সি প্রথম বর্ষ-২০১৮ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা সড়কে। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
এর আগে মন্ত্রী প্রায় দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৮ মাসে এ ভবনটি নির্মাণ করবে।
কলেজ ছাত্রলীগের সভাপতি মোল্যা তানভীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টুসহ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সকালে মন্ত্রী ডুমুরিয়া বীজ উৎপাদন খামারে নতুন অফিস ভবন কাম-প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক রণজিৎ কুমার পাল, মৎস্য অধিদপ্তর ঢাকার উপপরিচালক (প্রশাসন) মোঃ রমজান আলী, খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ এর উপপরিচালক মোঃ আব্দুল অদুদ এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ছাইদ। স্বাগত জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী।
বিকেলে তিনি ফুলতলা স্কাউট ভবনে উপজেলা স্কাউট এর কাউন্সিল সভায় প্রধান অতিথি এবং পরে ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।