মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » দাকোপে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা
দাকোপে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা
এস ডব্লিউ নিউজ:
খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে দাকোপ উপজেলার চালনা পৌরসভা অডিটরিয়ামে ভিশন-২০২১ সরকারের সাফাল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা ও সিনেমা শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
দাকোপের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির এবং চালনা পৌরসভা মেয়র সনত কুমার বিশ্বাস। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন বিভাগের এ কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়ন করলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।