বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আ’লীগ নেতার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
নড়াইলে আ’লীগ নেতার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
ফরহাদ খান, নড়াইল ।
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফসিয়ার রহমানের বসতঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) গভীর রাতে সদরের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
ফসিয়ার রহমান অভিযোগ করে বলেন, মঙ্গলবার গভীর রাতে চৌগাছা গ্রামের সিরাজ শেখ ও আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে তাদের লোকজন আমার বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধারসহ আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত আইয়ুব ভূঁইয়া বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ফসিয়ার নিজের ঘরে আগুন দিয়ে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। রাতেই বিষয়টি পুলিশ প্রশাসনসহ জেলা আ’লীগের নেতাদের জানিয়েছি। সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘর পুড়ে যাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি।