শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খেলা » ডুমুরিয়ায় বিজয় দশমীতে নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় বিজয় দশমীতে নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
অরুন দেবনাথ, ডুমুরিয়া।
গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ধরে রাখতে ডুমুরিয়ায় শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীতে পিবিএস কদমতলা সার্ব্বজনীন পূজা মন্দিরের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঘেংরাইল নদীতে আয়োজিত প্রতিযোগিতা দেখতে নদীর দু’কুলে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। গোটা এলাকা পরিনত হয় উৎসব মুখর এক মিলন মেলায়। প্রতিযোগিতায় প্রথম অধিকার করেন প্ইাকগাছার সোলাদানার রিয়া নৌকাদল, ২য় স্থান অধিকার করেন পুটিমারীর খাজাবাবা নৌকাদল ও ৩য় স্থান অধিকার করেন দাকোপের আল্লারদান নৌকাদল। পিবিএস কদমতলা মন্দিরের সভাপতি অধ্যাপক সুশীল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। আ’লীগনেতা গনেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, প্রভাষক এমএম হুমায়ুন কবির, ডাঃ মনোরঞ্জন রায়, ইউপি সদস্য অশোক মন্ডল,সতীরানী বিশ্বাস, অঞ্জনা দাস প্রমূখ। সভা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ফ্রিজ, ২য় পুরস্কার রঙ্গিন টেলিভিশন ও ৩য় পুরস্কার ্একপি মনিটর বিতরন করা হয়। অপরদিকে গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রমের আয়োজনে মাগুরখালী নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে। প্রতিযোগিতায় বড় গ্রুপে মানিকলাল মন্ডল এবং ছোট গ্রুপে শাহিন গাজী প্রথম স্থান অধিকার করেছে। মঠ আশ্রমের উপদেষ্টা প্রভাষ কবিরাজের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বিশেষ ছিলেন অর্থ মন্ত্রনালয়ের বিভাগীয় হিসাব রক্ষণ কর্মকর্তা অধীর কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্যদেন মঠের সাধারন সম্পাদক সুব্রত কুমার ফৌজদার। বক্তব্যদেন প্রকৌশলী পবিত্র কবিরাজ, শংকর মহলদার, শ্যামল সরকার, অর্জুন কবিরাজ, সুব্রত মন্ডল, তরুন ফৌজদার প্রমূখ। রাতে এক জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়।