বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় কেককাঁটা, ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা শাখার চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, বিশিষ্ট সমাজসেবক মনোহর সানা, প্রভাষক রেবা কুসুম, এস ডব্লিউ নিউজের সহকারী সম্পাদক নাসরিন সুলতানা রানী, ব্রততী রায় প্রতিবন্ধি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যাংকার প্রজিৎ রায়। সাংবাদিক কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক হাফিজুর রহমান রিন্টু, আবুল হাশেম, মাসুম বিল্লাহ লাচ্চু, রিপন হোসেন, কবি হিরন্ময় রায়, মানবাধিকার ফোরাম পাইকগাছা-কয়রার সমন্বয়কারী নিজাম উদ্দীন, মানবাধিকার কর্মী জুলি শেখ, ইদ্রিসুর রহমান মন্টু, লিপিকা ঢালী, আলোকযাত্রা দলের সদস্য মিমি আক্তার, আরজু সুলতানা, লামিয়া সুলতানা প্রমুখ।