রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ
কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
“টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ উদযাপন উপলক্ষে রবিবার যশোরের কেশবপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ প্রদর্শনী, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হাত ধোয়া প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান।সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান।আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, ইউপি সদস্য জয়নাল হোসেন, শহর আলী, সাংবাদিক এম আব্দুল করিম, আক্তার হোসেন, সোহেল পারভেজ, জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক রাজিয়া সুলতানা প্রমুখ। এছাড়া ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়, সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউট, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাত ধোয়ার উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বলেন, উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিভাবে হাত ধোয়ার উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। হাত ধোয়ার উপর শিক্ষার্থীদের ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।