বৃহস্পতিবার ● ১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » গাজী শাহজাহান সিরাজ ও বিমল কৃষ্ণ রায় কাজী ইমদাদুল হক সম্মাননায় মনোনিত হয়েছেন
গাজী শাহজাহান সিরাজ ও বিমল কৃষ্ণ রায় কাজী ইমদাদুল হক সম্মাননায় মনোনিত হয়েছেন
এস ডব্লিউ নিউজ ॥
সমকালীন বাংলা সাহিত্যের বিশেষ অবদান রাখায় কবি ও লেখক গাজী শাহজাহান সিরাজ (সাতক্ষীরা) ও কবি বিমল কৃষ্ণ রায় (খুলনা) সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননায় মনোনিত হয়েছে। তাছাড়া ২০১৮ সালে পাইকগাছা উপজেলা পর্যায়ে প্রাথমিকে প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান শ্রেষ্ঠ শিক্ষক ও মোছাঃ সাজেদা সুলতানা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কাজী ইমদাদুল পরিষদ ঢাকা এর পক্ষ থেকে কাজী ইমদাদুল হক শিক্ষা সম্মাননা প্রদান করা হবে। ৪ঠা নভেম্বর কাজী ইমদাদুল হকের ১৩৬তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা পদক চালু করা হয়েছে।