শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা বিস্তারে অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাগুরার শ্রীপুর এম.সি. মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা বিস্তারে অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাগুরার শ্রীপুর এম.সি. মাধ্যমিক বিদ্যালয়
মাগুরা প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়টি কুমার নদীর তীরে অবস্থিত। ১১০ বছর পূর্বে এ অঞ্চলের সহৃদয়বান শিক্ষানুরাগীদের সক্রিয় সহযোগিতায় প্রখ্যাত আইনজীবী সুরেন্দ্রনাথ তার পিতার স্মৃতিকে ধরে রাখার জন্য মহেশ চন্দ্র বিদ্যালয়ের নামে এ বিদ্যাপীঠটি স্থাপন করেন।
আইনজীবী সুরেন্দ্রনাথের বংশপঞ্জিতে দেখা যায় তার পূর্বপুরুষ ১৭০৫ সালে নদীয়া জেলার কর্ণ সূত্র গ্রাম থেকে এসে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে বসতিস্থাপন করেন। তিনি ছিলেন তৎকালীন বিখ্যাত কায়স্থ দে বিশ্বাস পরিবার ভূক্ত একজন খ্যাতিমান আইনজীবী।
বিদ্যালয়টির ১৯০২ সালের জানুয়ারী মাসে একটি মাইনর স্কুল হিসেবে পদযাত্রা শুরু করেছিল। এ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহণ করেন প্রসন্ন কুমার সরকার এফ,এ। বিদ্যালয়টি সুদীর্ঘ সময় ধরে শিক্ষা সাংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। ১৯৪৫ সালের মার্চ মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিদ্যালয়টি স্থায়ী স্বীকৃতি দান করেন। ১৯৯৩-৯৪ সালে এ প্রতিষ্ঠানের ২ জন কৃতি ছাত্র যশোর বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে অষ্টাদশ ও চতুর্থ স্থান লাভ করে।
অবিভক্ত বাংলার খ্যাতিমান কবি কাজী কাদের নেওয়াজ ১৯৬৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ১৯৭৮ সালের ৩১ আগস্ট সময় কাল পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মহেশ চন্দ্র বিদ্যালয়টিতে বিভিন্ন শাখায় শিক্ষাদান চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকার শিল্পখাত, শিক্ষানুরাগী, হিতৈসীগণ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ যদি তাদের এ প্রতিষ্ঠানটিকে সাহায্য সহযোগিতা করেন তা হলে কালের স্বাক্ষী হিসেবে বেচে থাকবে, সেবা দিয়ে যাবে মাগুরা জেলার শ্রীপুরের এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।