সোমবার ● ৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় ঐতিহ্যবাহি কাত্যয়নী পূজা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় ঐতিহ্যবাহি কাত্যয়নী পূজা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার ঐতিহ্যবাহি কাত্যয়নী পূজা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদপান পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, তরুণ ভৌমকি, কনক কান্তি সাহা, সাংবাদিক লিটন ঘোষ প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে এ পূজা উৎসব। জলায় এ বছর মোট ৭৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পূজার মূল আকর্শন থাকবে পৌরসভার ১৪টি মন্ডপকে ঘিরে। এ উপলক্ষে মন্ডপ ও শহরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। আগামী ১৮ নভম্বের এ পূজা উৎসব শেষ হবে সেইসাথে মাস ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে। পূজা উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।