শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের বিদ্যানন্দকাটী ইউনিয়নে সাড়ে তিন বছরে প্রায় তিন কোটি টাকার উন্নয়ন সাধিত
কেশবপুরের বিদ্যানন্দকাটী ইউনিয়নে সাড়ে তিন বছরে প্রায় তিন কোটি টাকার উন্নয়ন সাধিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
যশোরের কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটী ইউনিয়নে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে গত সাড়ে তিন বছরে প্রায় তিন কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। বিদ্যানন্দকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আমজাদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় সাংসদ মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্র ইসমাত আরা সাদেক’র পরোক্ষ ও প্রতক্ষ্য সহযোগিতায় ঐ ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি, ১ শতাংশ’র অর্থ বিনিয়োগের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের আর্থসাজিক উন্নয়ন, এলজিএসপি-২, এলজিএসপি-৩, কাবিটা/কাবিখা, টিআর, এডিবি, জাইকাসহ প্রায় ৫০টি প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গ্রামীণ অবকাঠামো রাস্তা ব্রিজ, কালভার্ট, স্কুল মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে গত সাড়ে তিন বছরে ২ কোটি ৬৩ লক্ষ ৮২ হাজার ৬৬৪ টাকার উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা সিস্টেম বিতরণ ও অটোমেশন সরবরাহ, মেধাবী শিক্ষার্থীদের বই ও বাই সাইকেল বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানে ও জনগুরুত্বপুর্ণ স্থানে সোলার প্যানেল স্থাপন, ক্রীড়া উন্নয়ন ও গ্রাম আদালতের এজলাস নির্মান, গ্রাম ও শহরের সঙ্গে সহজ যোগাযোগ ব্যাবস্থা সৃষ্টির লক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তা ইটের সলিংকরণ, বিভিন্ন জলাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট ও বন্যা নিয়ন্ত্রন ভেড়ীবাঁধ নির্মবনসহ বিদ্যানন্দকাটী ইউনিয়নে গত সাড়ে তিন বছরে প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে আরো প্রায় অর্ধকোটি টাকার উন্নয়ন প্রকল্প। যা অচিরেই শেষ হবে বলে আশা করছেন ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেশের অবহেলিত জনগোষ্ঠির হাতের নাগালে পৌছে গেছে। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামী ৫ বছরে উন্নয়নের জোঁয়ারে দেশ ভরে যাবে।