শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালতে ঘটকসহ ৫ জনের কারাদন্ড
কেশবপুরে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালতে ঘটকসহ ৫ জনের কারাদন্ড
এম, আব্দুল করিম, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে শুক্রবার সন্ধ্যায় বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমান আদলতে ঘটকসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এর ক্ষমতাবলে কেশবপুরের আলতাপোল গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ জনকে কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলতাপোল গ্রামে শাহাদৎ বিশ্বাসের মেয়েকে (১৭) তালা উপজেলার শিরাশনি গ্রামের রেজাউল করিমের ছেলে সাথে বিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান অনুষ্ঠানে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের পিতা রেজাউল করিমকে (৪৭) ছয় মাসের, বরের ভগ্নিপতি ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের ইসমাইল জোয়াদারকে (২৮) ছয় মাসের, কন্যার নানা কেশবপুরের বিদ্যানন্দকাটি গ্রামের বাছের মোড়লকে (৫৮) ছয় মাসের, বিয়ের ঘটক কেশবপুরের বাউশলা গ্রামের ঈমান আলীকে (৬৫) এক বছরের কারাদন্ড এবং বিয়েতে রাজি হবার অপরাধে কন্যাকে এক মাসের আটকাদেশ প্রদান করেন। আসামীদের কেশবপুর থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।