শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসব
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসব
১৫০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসব

---

     এস আলম তুহিন , মাগুরা   : বোধন পূজার মধ্য দিয়ে মাগুরায়  ঐতিহ্যবাহী  কাত্যায়নী  উৎসব শুরু  হয়েছে । চলবে  ১৮ নভেম্বর পর্যন্ত । প্রতি বছর ৫ দিনব্যাপী উৎসব  হয়ে  থাকে কিন্তু এবার আয়োজকরা ১ দিন বাড়িয়েছে । তাই পুজা চলবে  ৬ দিনব্যাপী  অর্থাৎ অষ্টমি হবে দুইদিনব্যাপী ।  বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন অষ্টমী । শনিবার নবমী এবং রবিবার  দশমীর মধ্য  দিয়ে এ ঐতিহ্যবাহী পূজা শেষ হবে। তবে পূজা উপলক্ষে আয়োজিত মেলা  চলবে   আরো এক মাস । প্রতিবছর কাত্যায়নী পূজাকে কেন্দ্র  করে   মাগুরায় ধর্ম-বর্ণ  নির্বিশেষে লাখ লাখ  মানুষের সমাগম ঘটে থাকে। অন্যান্য বারের তুলনায় এবার আরো বেশি  মাত্রায় লোক   সমাগম  ঘটবে  বলে আয়োজকরা  মনে করেন । বাংলাদেশের  মধ্যে একমাত্র মাগুরা জেলাতেই  ব্যাপক  উৎসব উদ্দিপন্ার  মধ্য  দিয়ে এ পূজা হয়ে  থাকে । যা মানুষের কাছে সার্বজনীন উৎসবে পরিণত হয় ।  সার্বজনীন এ পূজা  উপলক্ষে  মাগুরায় ব্যাপক আনন্দ উৎসবের সৃষ্টি  হয়েছে ।  নিমার্ণ  করা হয়েছে বিশাল ইলেকট্রিক দৃষ্টি নন্দন তোরন । প্রতিটি  মন্দিরের প্রবেশ পথের রাস্তায় সাজানো  হয়েছে  মনোরম আলোক  মালায় । প্রতিটি পূজা কমিটির মধ্যে চলছে বৈচিত্রময় মন্ডপ তৈরি  ও আলোক  সজ্জার   প্রতিযোগিতা । জেলায় এ বছর মোট ৭৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পূজার মূল আকর্শন থাকবে পৌরসভার ১৪টি মন্ডপকে ঘিরে। এ উপলক্ষে মন্ডপ ও শহরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে।  পূজা উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আবার কোনো কোনো মন্দিরের গেট প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে কুরুক্ষেত্রের  যুদ্ধেও চিত্র । আবার কোনো  মন্দিরে  মা  ক্যাত্যায়নী  ঐতিহ্যবাহী ঠেলাগাড়িতে  করে পুত্র-কন্যাদের   নিয়ে কলকাতা শহর  ঘুরে দেখছেন ।  এমনই সব চিত্র এবারের পূজায় ।

তথ্যমতে,  সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীদের  কাছে দুর্গাপূজা  সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব  হলেও  শুধু মাগুরায় এর  ব্যতিক্রম ।  মাগুরা জেলায় এ ধর্মেও অনুসারিদের কাছে  ৫০ বছরের বেশি  সময় ধরে ক্যাত্যানয়ী পূজাই  সবচেয়ে  বড়  উৎসব ।  তবে এ পূজার  মূল ধর্মীয়  আনুষ্ঠানিকায়  হিন্দু ধর্মের  মানুষেরা  অংশ নিলেও এর উৎসবে যোগ দেন  সকল ধর্ম-বর্ণের  মানুষেরা । শুধু জেলাবাসী নয় , সারাদেশ এমনকি আশপাশের অনেক দেশ থেকেও দর্শনাথীরা  আসেন  মাগুরা ক্যাত্যায়নী  পূজা দেখতে ।

---

শহরতলীর  নতুন বাজারের সাহা পাড়া , ছানা বাবুর বটতলা , নিজনান্দুয়ালী  নিতাই গৌর গোপাল মন্দির , জামরুলতলা মন্দির  ও  সাতদোয়া  মন্দিরে এ পূজা  জমজমাট ।

অন্যদিকে, পূজার  পাশাপাশি শুরু  হয়েছে মেলা । ইতিমধ্যেই সেখানে দেশের  বিভিন্ স্থান থেকে আগত  ব্যবসায়ীরা  তাদেও পরসা  সাজিয়ে বসেছে । যা চলবে পূজা শেষ হবার পরও  মাসাধিকাল । মেলায় কাঠের ফার্নিচার ,হাড়ি-পাতিল, তৈরি পোষাক  ,চিনা  মাটির জিনিসপত্র ,কসকেটিক্স, বাচ্চাদের খেলনা ,সামদ্রিক শামুক-ঝিনুকের গহনা,শো-পিচ, থেকে শুরু করে নিত্য  ব্যবহার্য  জিনিসপত্রসহ  বিভিন্ন পরসা  সাজিয়ে ইতিমধ্যে বসতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দোকানীরা ।

 পাশাপাশি সার্বজনীন  রুপ নেয়া ক্যাতায়নী  পূজা  উপলক্ষে জেলার প্রতিটি  মানুষ  উৎসবে  মেতে  উঠেছে । পূজাকে ঘিরে জেলা  পুলিশ  প্রশাসন  প্রতিটি পূজা মন্ডপ  এলাকায় ও শহরের রাস্তাঘাটে  বাড়তি  নিরাপত্তা   ব্যবস্থা জোরদার করেছে । পাশাপাশি র‌্যাব ও  ডিবি পুলিশের টহল  চলছে  নিয়মিত । এ পূজার আনন্দ  নিতে জেলার  উপজেলা থেকে বিভিন্ন   মানুষ ভিড়  করছেন তাদের স্বজনদের   বাড়িতে । তাছাড়া  পাশ্ববতী  জেলা যশোর , ফরিদপুর ,নড়াইল ,ঝিনাইদহ , কালিগঞ্জ , মেহেরপুর ,কুষ্টিয়া ,চুয়াডাঙ্গা ,বাজবাড়ি জেলার  আগত দশনার্থী  ভিড়   করে এ  উৎসবে । দেশে দশনাথী ছাড়াও ভারত ,নেপাল থেকে অসংখ্য  মানুষ  আসে এ  পূজায় ।

অতিরিক্ত  পুলিশ সুপার  তারিকুল ইসলাম জানান , ক্যাত্যায়নী  পূজা মাগুরা জেলার ঐতিহ্য । এ পূজা দেখতে লক্ষ লক্ষ  মানুষের ঢল  নামে মাগুরাতে । যে কারণে পূজার  সার্বিক  নিরাপত্তায় শুধু মাগুরা নয় , আশপাশের একাধিক জেলা থেকে আসা  অতিরিক্ত পুলিশ ফোর্স  কাজ  করে । এ ছাড়া  সাদা পোশাকের  পুলিশ , আনসার  ভিডিপি  ও স্ব স্ব  পূজা  কমিটির স্বেচ্ছাসেবকরা  দায়িত্ব  পালন  করেন । তাছাড়া একই  সাথে  প্রতিটি  মান্দিরে  সিসি  ক্যামেরা স্থাপন করে  কন্টোল রুমের  মাধ্যমে আইন শৃঙ্খলার  পরিস্থিতি  পর্যবেক্ষণ  করা হবে ।

উল্লেখ্য, দাপর  যুগে কোন এক হেমন্তের শুরুতে যমুনা নদীর তীরে শ্রীকৃষ্ণের জন্মের আগে গোপবালাবৃন্দ কাত্যায়নী দেবীর  মাধ্যমে  শ্রীকৃষ্ণকে  ঈশ্বর,বন্ধু ,স্বামী ,পুত্র  হিসাবে আরাধনা করত । তাদের এক মাসব্যাপী আরাধনা সেসময় কাত্যায়নী পূজা হিসেবে চিহ্নিত  হত । তারই অনুকরণে ১৯৫০ সালের দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী  এলাকায় প্রথম জাকজমকপূর্ণ ভাবে এ পূজা শুরু  হয় ।

শোনা  যায় ,মাগুরা পারনান্দুয়ালী  গ্রামের জেলে পাড়ায় ধণাঢ্য সতিশ  মাঝির বাড়িতে বৃহদাকারে এই  কাত্যায়নী পূজার  উৎসব শুরু  হয় । এরপর  মাগুরা জেলাতে বিপুল উৎসাহ উদ্দিপনার  মধ্যে  দিয়ে গত  দুই যুগ ধরে এর  প্রসার লাভ  করে ।

---

 





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন
খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত
কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে লাশ ফিরলেন  নাজিমুদ্দিন পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে লাশ ফিরলেন নাজিমুদ্দিন
এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩ এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩
মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

আর্কাইভ