বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে জেএসসি পরিক্ষার শেষদিনেও সড়ক দূর্ঘটনায় আহত ৪ পরিক্ষার্থীর হাসপাতাল বেডেই পরীক্ষায় অংশগ্রহণ
কেশবপুরে জেএসসি পরিক্ষার শেষদিনেও সড়ক দূর্ঘটনায় আহত ৪ পরিক্ষার্থীর হাসপাতাল বেডেই পরীক্ষায় অংশগ্রহণ
এম.আব্দুল করিম,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে জেএসসি পরিক্ষার শেষদিনেও সড়ক দূর্ঘটনায় আহত ৪ শিক্ষার্থী হাসপাতাল বেডেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত সোমবার সকালে ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে পরিক্ষা দিতে আসার সময় সড়ক দুর্ঘটনায় আহত ওই ৪ পরীক্ষার্থী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ওই স্বাস্থ কমপ্লেক্সেই পরীক্ষা দিয়েছে। আহতরা হলেন উপজেলার পাঁচারই গ্রামের আবু বক্কার মোল্লার মেয়ে শারমিন খাতুন (১৪) বিদ্যানন্দকাটি গ্রামের কার্ত্তিক সরদারের মেয়ে সুমনা (১৪) মঙ্গলকোট গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আঞ্জুমান রিপা (১৪) ও বসুন্তিয়া গ্রামের ইব্রাহীম মহলদারের মেয়ে নাফিজা খাতুন (১৪) পক্ষিার্থীর অভিভাবক সোমবার সকালে ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে তারা জেএসসি পরীক্ষা দিতে কেশবপুর পরীক্ষা কেন্দ্রে আসার পথে চারের মাথা নামক স্থানে পৌছানো মাত্রই বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই আমরা পড়ে গিয়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন আহত পরীক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে থেকেই পরীক্ষা দেওয়াে ব্যাবষ্থা করা হয়েছে।