বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » দাকোপে বীরমুক্তিযোদ্ধা দুলাল বিশ্বাস পরলোকে ঃ রাষ্ট্রিয় গার্ড অব অনার প্রদান
দাকোপে বীরমুক্তিযোদ্ধা দুলাল বিশ্বাস পরলোকে ঃ রাষ্ট্রিয় গার্ড অব অনার প্রদান
দাকোপ প্রতিনিধি।
দাকোপে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস (৭০) পরলোক গমন করেছেন। দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে চালনা শশ্মানঘাটে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস গত বেশ কিছুদিন ষ্টোকজনিত রোগে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার বেলা ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ১ কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকাল ৪ টার দিকে মহান এই বীর মুক্তিযোদ্ধাকে দাকোপ উপজেলা পরিষদের পিছনে নিজ বাড়ীতে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোকাররম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তাবৃন্দসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক মন্ডলীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর চালনা শশ্মানঘাটে যথাযথ ধর্মীয় মর্যাদায় তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য মরহুমের ২ সন্তান শিক্ষকতা পেশায় কর্মরত আছেন। এ দিকে বীর মুক্তিযোদ্ধা দুলাল বিশ্বাসের মৃত্যুতে দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।