শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে মতুয়া মহাসমাবেশে হাজারো ভক্তের মিলন মেলা
নড়াইলে মতুয়া মহাসমাবেশে হাজারো ভক্তের মিলন মেলা
ফরহাদ খান, নড়াইল ।
নড়াইল সদর উপজেলার বড়কুলা এলাকায় মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) দিনব্যাপী হাজারো ভক্তের মিলন মেলায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বড়কুলা টেংরাখালী সার্বজনীন পূজা মন্দির কমিটি আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল এস কে এম সাজ্জাদ হোসেন, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার হোসেন টিংকু, বিছালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম আনিসুর রহমান,
সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব পরশ মনি বিশ্বাস মন্টু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অশোক কুন্ডু, সদস্য প্রবীর বিশ্বাস, মতুয়া সংঘের জেলা কমিটির সভাপতি পরিক্ষিত গোঁসাই, সাধারণ সম্পাদক নিরঞ্জন ঘোষ, মন্দির কমিটির ধর্মীয় বিষয়ক সম্পাদক অমিয় রায়, সিবানন্দ বিশ্বাস, রজত শুভ্র মল্লিক, ভক্ত দাশ প্রমুখ। সভাপতিত্ব করেন বড়কুলা টেংরাখালী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সজল বিশ্বাস।
অনুষ্ঠানে নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার ২৩টি মতুয়া দল অংশগ্রহণ করে। মহাসমাবেশে ভক্তরা ঢাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে আনন্দ- উৎসবে মেতে উঠেন। এ উপলক্ষ্যে গ্রামীণ মেলায় হরেক রকম মিষ্টি ও পান, শিশুদের খেলনা, গহনা, হাড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্রের বেচাকেনা জমে উঠে। এছাড়া প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়। সন্ধ্যায় এ অনুষ্ঠান শেষ হয়।