রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি’র গনসংযোগ ও উঠান বৈঠক
মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি’র গনসংযোগ ও উঠান বৈঠক
মাগুরা প্রতিনিধি ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি মনোনয়ন পত্র জমা দিয়েই নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি শালিখা ও মহম্মদপুরের বিভিন্ন স্থানে রবিবার গনসংযোগ ও উঠান বৈঠক করেন।
মহম্মদপুর-শালিখা ও মাগুরা সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন। এ আসনে অতীত-বর্তমান ভোটের হিসাব-নিকাশে আওয়ামীলীগের মনোনীত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, বিএনপি থেকে এ্যাড. নিতাই রায় চৌধুরী, স্বতন্ত্র প্রার্থীমেহেদী আল মাসুদ ও ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে এ আসনে মাঠে-ঘাটে এবং চায়ের দোকানে চলছে নির্বাচনী ভোটের হিসাব-নিকাশের চুল ছেড়া বিশ্লেষন। মূলত আসনটি ধরে রাখতেই মরিয়া এ প্রার্থীরা গ্রামে-গ্রামে চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠক। আওয়ামীলীগ প্রার্থী সরকারের উন্নয়ন সর্ম্পকে উপজেলার জনসাধারণকে আবগত করছেন । ইতিমধ্যে তিনি শালিখার ধনেশ্বরগাতী,সিংড়া,শতখালী,পুলুম, গঙ্গারামপুর,বুনাগাতীসহ মহম্মদপুর উপজেলার গ্রামে-গ্রামে উঠান বৈঠক করে চলছেন।