রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » দাকোপে বীরমুক্তিযোদ্ধা আ’লীগনেতা মাওলাদ হোসেনের মৃত্যু ঃ বিভিন্ন মহলের শোক প্রকাশ
দাকোপে বীরমুক্তিযোদ্ধা আ’লীগনেতা মাওলাদ হোসেনের মৃত্যু ঃ বিভিন্ন মহলের শোক প্রকাশ
দাকোপ প্রতিনিধি।
দাকোপে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আওয়ামীলীগনেতা সরদার মাওলাদ হোসেন (৭৬) মারা গেছে। মরহুমকে যথাযথ রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
উপজেলার ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নের কাকড়াবুনিয়া সম্ভ্রান্ত সরদার বাড়ীর সন্তান দাকোপ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সরদার মাওলাদ হোসেন দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর শনিবার দিবাগত রাত ২ টার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৭ কন্যা ২ স্ত্রীসহ অসংখ্য আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ বছর যাবৎ দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিলডাঙ্গা ইউনিয়নের ২ বার নির্বাচীত চেয়ারম্যান ছিলেন। রুচিশীল স্পষ্টভাষী এ বর্ষিয়ান নেতার মৃত্যুর সংবাদে সকালে দাকোপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বিরসহ উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধারা, বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ তাঁর বাড়ীতে ছুটে যান এবং শোকাহাত পরিবারের প্রতি সমবেদনা জানান। দুপুরে মহান এই বীরমুক্তিযোদ্ধাকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ জোহর কাকড়াবুনিয়ায় মরহুমের পারিবারিক মসজিদে অনুষ্ঠিত জানাযার নামাজে দাকোপের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ দিকে বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।