সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ
মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার বরিষাট গ্রামে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র উপ-অধিনায়কের বাড়ি সংলগ্ন মাঠে সোমবার বিকালে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র উপ-অধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু-ু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু ও সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানসহ ৮ চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশা খন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, মাগুরায় রেল লাইন নির্মাণের জন্য ১৪ শ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামীতে আরিচায় দ্বিতীয় পদ্মা সেতু, লাঙ্গলবাঁধ বাজারের পাশে গড়াই সেতুু নির্মাণ করা হবে। মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে। মাগুরায় বিভিন্ন সকড়কে ফোর লেনে উন্নীত করা হয়েছে এবং হবে। তিনি উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে ৩০ তারিখের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।