সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » ভরত চন্দ্র দাতব্য চিকিৎসালয় ভবনটির সংস্কার ও সম্পত্তি উদ্ধারের দাবী!
ভরত চন্দ্র দাতব্য চিকিৎসালয় ভবনটির সংস্কার ও সম্পত্তি উদ্ধারের দাবী!
এস ডব্লিউ নিউজ ॥
তৎকালীন পাইকগাছার ব্রিটিশআমলের অ-বিভক্ত ভারতের ইতিহাস ঘেরা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বর্তমানে কয়রা সিমান্তে শুড়িখালীস্থ ভরত চন্দ্র দাতব্য চিকিৎসালয় আজ ভূতুড়ে বাড়ীতে পরিনত হয়েছে। দেখভাল ও তদারকির অভাবে অরক্ষিত এ প্রতিষ্ঠানটির জমি বে-দখল সহ ছাদের শাল,সেগুন,লোহা কাঠের কড়েঁ বর্গা চুরি হয়ে যাচ্ছে। এলাকাবাসী পূরনো ঐতিহ্যের এ ভবনটি সংস্কার করে কালের সাক্ষী স্বরূপ সংরক্ষনের দাবী জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানাগেছে, ব্রিটিশআমলে এলাকার মানুষের স্বাস্থ্য সেবার কথা ভেবে তৎকালীন পাইকগাছা বর্তমানে কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গার জমিদার সারদা চরন বাছাড় চিকিৎসা প্রতিষ্ঠান গড়ার জন্য ২ একর ৪১শতক জমি দান করেন। এর প্রেক্ষিতে দু’ উপজেলা সিমান্তের এ জমিতে গড়ইখালী পাতড়াবুনিয়ার গাতিদার লক্ষন চন্দ্র মন্ডল সরকারের কাছে তাঁর পিতার নামে “ভরত চন্দ্র মন্ডল দাতব্য চিকিৎসালয় প্রতিষ্টার প্রস্তাব করে। সুত্র মতে বিষয়টি নিয়ে ১৬-২-৩৮ সালের জেলা বোর্ডের সভায় উর্থাপন হলে তা ২০-২-৩৮ তারিখে রেজুলেশন আকারে “ভরত চন্দ্র দাতর্ব্য চিকিৎসালয়ের অনুমোদন মিললে জেলা বোর্ডের চেয়ারম্যানের নামে চিকিৎসালয়ের জন্য কলিকাতার তৎকালীন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ৮ হাজার টাকা জমা দেওয়া হয়। এর পর ব্রিটিশসরকার এ স্থানে চিকিৎসকদের আবাসন, হলরুম সহ দর্শনীয় ৫ কক্ষের ১৫ ইঞ্চি চওড়া দেওয়াল বিশিষ্ট চিকিৎসালয় প্রতিষ্টা করে স্বাস্থ্য সেবা শুরু করেন। এ ছাড়া পানীয় জলের জন্য একটি পুকুর খনন করা হয়। পরবর্তীতে জমিদার সারদা চরন বাছাড় ১৯৩৯ সালে এ সম্পত্তি প্রতিষ্ঠানের নামে ২৭৭ নং দলিলমুলে রেজিঃ করে দেন। ইতিহাস পর্যালোচনা মতে, দাতব্য প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্বাস্থ্য সেবায় ব্যাপক সুফল মেলে। ডাঃ বীরেন্দ্র নাথ গুহ’র মত অনেক বরনীয় চিকিৎসক, নার্স এখানে কর্মরত থাকাবস্থায় ৫-২-৪৫ সালে তৎকালীন ডিসি জেমস জজ,লেডি জজ,জেলা বোর্ড সদস্য (জেলা পরিষদ) রায় সাহেব কালী চরন মন্ডল ও খান সাহেব কোমর উদ্দীন আহম্মেদ একই সাথে চান্নিরচক লক্ষন চন্দ্র হাইস্কুল বর্তমানে চান্নিরচকএলসি কলেজিয়েট স্কুল ও ভরত চন্দ্র দাতব্য চিকিৎসায় পরিদর্শন করেন। জানা গেছে, পরবর্তীতে বৃিটশ বিরোধী আন্দোলন ও সর্বশেষ পাকিস্থান আমলের মাঝামাঝি সময়ে সরকারের তদারকির অভাবে দাতব্য চিকিৎসালয়ের কার্য্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে দাতব্য প্রতিষ্ঠানে ব্যাপক পরগাছা জন্মীয়ে ভুতুড়ে বাড়ীতে পরিনত হয়েছে। ছাদের নিচু থেকে দামী কড়ে-বর্গা,চুরি হচ্ছে। ২,৪১ একরের জমির মধ্যে বর্তমান জরিপে ১,৯৪ একর সম্পত্তি চিকিৎসালয়ের অনুকুলে জেলা পরিষদের নামে রেকর্ড হয়েছে। কে বা কারা দখলে নিয়েছেন এ নিয়ে এলাকার মানুষ মুখ না খুললেও রায় সাহেব কালী চরন মন্ডলের বড় ছেলে ভবতোষ মন্ডল সহ অনেকেই সরকারের কছে সম্পতি উদ্ধার ও কালের স্বাক্ষী এ ভবনটি সংস্কার করে সংরক্ষনের দাবী করেছেন। চান্নিরচক এলসি কলেজিয়েট স্কুলের সভাপতি অমলেন্দু বাছাড়,অধ্যক্ষ রাজীব বাছাড় জানান, এ সম্পতিতে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক ও সুপেয় পানীয় জলের জন্য ৫৩ লাখ ৬৮৬ টাকা ব্যয়ে পুরনো পুকুরটি খনন করেছে। সম্পতির অবস্থান সম্পর্কে তাঁরা বলেন,এটা জেলা পরিষদ কর্তৃপক্ষই ভাল বলতে পারবেন।