সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাদক মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা নিয়ে আলোচনা
মাদক মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা নিয়ে আলোচনা
এস ডব্লিউ নিউজ:
৭০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘মাদক মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা সোমবার সকালে বয়রাস্থ খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানে আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, মাদক থেকে দূরে থাকতে নিজেরই ইচ্ছা শক্তিই যথেষ্ট। শিক্ষার্থীরা যাতে সঙ্গ দোষে বা কৌতুলবশত মাদক গ্রহন না করে, সেজন্য শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। যুব সমাজকে হতাশ না করে আশা এবং সম্ভাবনার পথ দেখাতে হবে। এজন্য প্রধান অতিথি সুশীল সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মেহেরুন নেছা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মনোয়ার হোসেন এবং সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. আব্দুল গণি। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের সমন্বয়কারী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।
আলোচনা সভায় মানবাধিকার কর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।