বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় মাদক ব্যবহারের ভয়াবহতা,কুফল সম্পর্কে আলোচনা সভা
মাগুরায় মাদক ব্যবহারের ভয়াবহতা,কুফল সম্পর্কে আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৃহস্পতিবার নিজনান্দুয়ালী এজি স্কুল প্রাঙ্গনে মাদক ব্যবহারের ভয়াবহতা,কুফল এবং শাস্তি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শিশু বান্ধব সমাজ উন্নয়ন প্রকল্প এর আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপ্টিষ্ট এইড মাগুরা এ আলোচনা সভার আয়োজন করে ।
সভায় ব্যাপ্টিষ্ট এইড মাগুরার প্রজেক্ট অফিসার উজ্জল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর থানার অফিসার তদন্ত সাইফুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান, কাউন্সিলর সাকিব হাসান তুহিন, নারী কাউন্সিলর পারভিন আক্তার ও এসএ টেলিভিশনের মাগুরা প্রতিনিধি রূপক আইচ প্রমুখ ।
সভায় প্রত্যেক বক্তা মাদকের ভয়াবহতা, কুফল এবং শাস্তি সম্পর্কে নানা সুপারিশ তুলে ধরেন ।
অনুষ্ঠানে শিশুরা নৃত্য পরিবেশন করে । সভায় ব্যাপ্টিষ্ট এইড মাগুরার শতাধিক কিশোরী,নারী-পুরুষসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।