সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় মহান বিজয় দিবস পালিত
মাগুরায় মহান বিজয় দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় রবিবার যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে প্রতুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা হয় । সকাল সাতটায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয় । সকাল আটটায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ,আনসার,ভিডিপি,ফায়ার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশ নেয় । এ সময় জেলা প্রশাসক মো: আকবর আলী ও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সালাম বিনিময় করেন । পরে বেলা ১১টায় শেখ কামাল ইনডোরস্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংর্বধনা , বিকালে প্রীতি ফুটবল ম্যাচ,সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে প্রামাণ্য চলচ্চিত্র প্রর্দশন ,আলোচনা সভা ও সাংস্কৃুতিক অনুষ্ঠান আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।