বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ
বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
যশোরের-০৬ কেশবপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ত্রিমোহিনী ইউনিয়নের ঐতিহ্যবাহি মির্জানগর নবাববাড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
সোমবার ও মঙ্গলবার সকাল থেকে তিনি বিরতিহীন বরণডালী মাঝেরপাড়া, সাহাপুর, ত্রিমোহিনী, মির্জানগর নবাববাড়ী, ত্রিমোহিনী গালর্সস্কুল, সাহাপুর প্রাথমিক বিদ্যালয়, বরণডালী আশ্রয় কেন্দ্র, মির্জানগর জমিদার বাড়ীতে পথসভা করেন। গণসংযোগ ও পথসভায় শত শত নারী পুরুষের ব্যাপক উপস্থিতি ছিল। উপস্থিত নেতাকর্মীরা এ সময় নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোাগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট চান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. রুহুল আমীন, সহসভাপতি ও যশোর জেলা পাবলিক প্রসিকিউটার রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, পৌর আওয়ামীলীগের যুগ্মআহবায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক চেয়ারম্যান আঃ সামাদ, ১নং ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস.এম. আনিছুর রহমান আনিছ, এলাকার বিশেষ ব্যক্তিত্ব জমিদার বাড়ীর আলিম বক্স, সাবেক যুবলীগের আহবায়ক প্রভাষক কাজী মোজাহিদুল ইসলাম পান্না, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।