বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খাদ্য অধিকার আইন প্রণয়নে কাজ করার অঙ্গীকার করল মাগুরার সংসদ সদস্য প্রার্থীরা
খাদ্য অধিকার আইন প্রণয়নে কাজ করার অঙ্গীকার করল মাগুরার সংসদ সদস্য প্রার্থীরা
মাগুরা প্রতিনিধি :মাগুরা-১আসনের ৩ জন সংসদ সদস্য প্রার্থী একযোগে অঙ্গীকার করলো খাদ্য অধিকার আইন প্রণয়নের জন্য কাজ করার । বৃহস্পতিবার খাদ্য অধিকার বাংলাদেশ, মাগুরা জেলা কমিটি স্থানীয় রোভা ফাউন্ডেশন কার্যালয়েএক মত বিনিময় সভার আযোজন করে। সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশ ২০১৫ সালের আগেই দারিদ্রের হার ১৫ শতাংশের বেশি কমিয়ে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করেছে। কিন্তু তারপরও দেশের প্রায় আড়াই কোটি মানুষ পুষ্টিকর খাবার খেতে পায় না। রক্ত স্বল্পতায় ভুগছে দেশের ৪৪ ভাগ নারী। এই অবস্থায় খাদ্য অধিকার অইন প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়টি অতিব জরুরি বলে বক্তারা জানান। খাদ্য অধিকার কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী সাইফুজ্জামান শিখর, জাসদ (রব) প্রার্থী এমএ আউয়াল, বিএনএফ প্রার্থী তৌহিদ আলম উপস্থিত ছিলেন। নির্বাচিত হলে খাদ্য অধিকার আইন প্রণয়নে কাজ করব এই প্রতিশ্রুতি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আশ্বস্ত করে।