বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
পাইকগাছায় আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
এস ডব্লিউ নিউজ ॥
আবারোও খুলনা-৬ পাইকগাছায়-কয়রা আসনে আ’লীগ প্রার্থী আকতারুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে দলীয় কার্যালয় সহ ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে ভর্স্মিভূত হয়ে প্রায় ৮ লক্ষ টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে লস্কর ইউপির আলমতলা মোড়ে এ ভয়াবহ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আইনী পদক্ষেপের পরামর্শ দিয়েছেন।
জানাগেছে, আলমতলা মোড়ের আ’লীগ কার্যালয় সংলগ্ন বাসিন্দা রমজান গাজী জানান,বুধবার দিনগত রাত ৩ টার দিকে আগুনের লেলিহান শিখার আলোয় সজাগ হয়ে দেখেন নৌকার দলীয় কার্যালয় সহ পার্শ্ববর্তী কয়েটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ডাক চিৎকার দিলেও মানুষ ঘুমে বিভোর থাকায় স্থানীয় মাদরাসার মাইকে ঘোষনা দিলে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে শেষ রক্ষা হয়নি এরই মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে অফিসের সমস্ত চেয়ার-আলমারী ও ১টি রঙিন টিভি পুড়ে গেছে। দোকান মালিক কামরুল সানা কান্নায় ভেঙে পড়ে জানান,আগুনে চাউল-ডাল সহ বিভিন্ন ধরনের মালামাল, দুটি সোলার প্যানেল,১টি ফ্রিজ,আসবাবপত্র পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এছাড়া ব্যবসায়ী মাহামুদ গাজী,স্বপনের সেলুন,সোহবানের ভাজি-চা দোকান ঘর পুড়ে সব মিলিয়ে আনুমানিক ৮ লাখ টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে। আ’লীগ দলীয় নেতা-কর্মী, সমর্থকদের অভিযোগ নির্বাচনে প্রতিপক্ষ জামাত-প্র্র্থাী আবুল কালাম আজাদের আগুন সন্ত্রাস সমর্থকরা এ ঘৃন্য কাজ করেছে। পরবর্তীতে নৌকার প্রার্থী আকতারুজ্জামান বাবু ঘটনাস্থলে পৌছালে স্থানীয় আলীগ সভাপতি ও ওয়ার্ড সদস্য হারুন জমাদ্দারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।