রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগ সমর্থকদের বিভিন্ন অনিয়মের অভিযোগে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
আ’লীগ সমর্থকদের বিভিন্ন অনিয়মের অভিযোগে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
ফরহাদ খান, নড়াইল।
নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেছেন, এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তি ও তার সমর্থকেরা বিভিন্ন ধরণের অরাজকতা ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের এলাকা ছাড়া করছে। নির্বাচনী প্রচার-প্রচারণা করতে দিচ্ছে না। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে নড়াইল টাউন ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম।
তিনি আরো বলেন, পুলিশও বিএনপির নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে অহেতুক হয়রানি করছে। প্রতিনিয়ত আমার সভা-সমাবেশ ঘিরে ভীতি সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা ও হয়রানিমূলক হামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সদর উপজেলার বাহিরগ্রাম বাজারে রাতের আঁধারে নৌকার নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে ধানের শীষের সমর্থকদের এলাকা ছাড়া করেছে। এছাড়া বিএনপির নেতাকর্মীরা আচরণবিধি মেনে প্রচারণা শুরু করলেও নৌকা প্রতীকের সমর্থকেরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচনী এলাকায় জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। প্রশাসনও বিএনপির ওপর পক্ষপাতমূলক আচরণ করছে। নির্বাচনে সমতল ভূমি বলতে কিছুই নেই।
বিশ^াস জাহাঙ্গীর আলম বলেন, গত ১৪ ডিসেম্বর নড়াগাতি থানার খাশিয়াল বাজারে আওয়ামী সমর্থকদের হামলায় বিএনপি কর্মী মান্নু বিশ^াস গুরুতর আহত হন। আমার কালিয়াস্থ বাসভবনে হামলা চালিয়ে বাসার বিভিন্ন মালামাল ভাংচুর করে। নির্বাচনী পোস্টার পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় নড়াগাতি ও কালিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বরং কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দু’শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে আ’লীগ প্রার্থীর এক সমর্থক। এছাড়া ১৫ ডিসেম্বর কালিয়া থানার পিরোলী বাজারে নৌকা সমর্থকেরা বিএনপি অফিসের চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া সিঙ্গাশোল, কলোড়া, কলাবাড়িয়া, পহরডাঙ্গা, ভদ্রবিলা, চাচুড়ি, পুরুলিয়াসহ বিভিন্ন ইউনিয়নে নৌকা সমর্থকেরা ধানের শীষের পোস্টার ছিড়েছে। প্রচারণার কাজে বাঁধা দিচ্ছে। নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অহেতুক তল্লাশি করে বাড়ির আসবাবপত্র তছনছ করছে। এসব ঘটনা ইসিসহ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে দিলেও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর সমন্বয়ক জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, অপর যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।