বৃহস্পতিবার ● ২৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার দুই সাংবাদিকের নামে চাঁদাবাজীর অভিযোগ
পাইকগাছার দুই সাংবাদিকের নামে চাঁদাবাজীর অভিযোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় এক ঔষধ ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী ও হুমকি প্রদান করায় দুই সাংবাদিকের নামে অভিযোগ হয়েছে। পাইকগাছা বাজারে তফেল ঔষধালয় (দাওয়াখানা) এর হাকীম মোঃ আমির হোসেনের নিকট ১০ হাজার টাকা চাঁদা করেন পাইকগাছার সাংবাদিক আব্দুল আজিজ ও বাবুল আক্তার। দাবীকৃত টাকা না পেয়ে হুমকি ও ভয়ভিতি প্রদর্শন করায় তফেল ঔষধালয়ের হাকীম মোঃ আমির হোসেন সাংবাদিক আব্দুল আজিজ ও বাবুল আক্তারের নামে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পাইকগাছায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তফেল ঔষধালয় (দাওয়াখানা) এর হাকীম মোঃ আমির হোসেন লিখিত বক্তব্যে বলেন, তিনি খুলনা ইউনানী কলেজ হতে আরএইচসিবি পাশ করে ইউনানী ও আয়ুর্বেদী চিকিৎসয় কর্মরত আছেন। তার পুত্র রবিউল ইসলাম একজন রেজিষ্ট্রেন ফার্মসিষ্ট। তিনি ও তার পুত্র পাইকগাছা বাজারে তফেল ঔষধালয় (দাওয়াখানা) ব্যবসা প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালনা করে আসছেন। গত ২২ ডিসেম্বর শনিবার সকাল ১টার সময় তার তফেল ঔষধালয়ে পাইকগাছার সাংবাদিক আব্দুল আজিজ ও বাবুল আক্তার আসেন। তারা বলেন, ভারতীয় ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা হয় বলে তাকে ও তার পুত্রকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিবেন বলে হুমকি দেয়। এসময় তারা বলেন, ব্যবসা করতে হলে সাংবাদিকদের সাথে সক্ষতা বজায় সহ মাসায়ারা প্রদান করতে হয়। এসময় তারা হাকীম আমির আলীর কাছে ১০ হাজার টাকা দাবী করেন। তিনি ও তার পুত্র টাকা দিতে অস্বীকার করায় অত্যান্ত নিন্দনীয় ভাষায় ভৎর্সনা ও হুমকি দেন। তারা বলেন, তোমাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় লেখা হবে ও দোকানের তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় ২৪ তারিখ সোমবার হাকীম মোঃ আমির হোসেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাংবাদিক আব্দুল আজিজ ও বাবুল আক্তারের নামে লিখিত অভিযোগ করেছেন।