মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় নানা আয়োজনে বই উৎসব পালিত
পাইকগাছায় নানা আয়োজনে বই উৎসব পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে বই উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর আসমা আহম্মেদ, শিক্ষক পঞ্চানন সরকার, আঃ ওহাব বাবলু, মোঃ ফজলুল আযম, মৃনাল কান্তি রায়, প্রনব বিশ্বাস, রোকনুজ্জামান ও অভিভাবকরা। এ উৎসবে ২১ কৃতি ছাত্রীর সম্মাননা জানানো হয়। সরকারী হাই স্কুলে বই উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কাশেম সেখ। এখানে প্রধান অতিথি ছিলেন ইউএও জুলিয়া সুকাইয়া। লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। এ সময় প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহানারা খাতুন, আ’লীগ নেতা বিভুতী ভুষন সানা। সোলাদানার চারবান্ধা হাই স্কুলের সভাপতি আ’লীগ নেতা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পরিমল সানা, সহ-কারী প্রধান শিক্ষক সমরেশ ঢালী, কমিটি সদস্য মতিউর রহমান, রনজিৎ মন্ডল, কল্যান সেন, হাফিজুর রহমান, কল্যানী মন্ডল, মুজিবর গাজী, কাশেম সরদার, মোমিন উদ্দীন, মহব্বত মোল্লা, রমজান সরদার। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।