রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে পুর্ব শত্রুতার জের ধরে কৃষকের পানের বরজ আগুনে পুড়িয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
কেশবপুরে পুর্ব শত্রুতার জের ধরে কৃষকের পানের বরজ আগুনে পুড়িয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে গত শনিবার রাতে অসহায় কৃষকের পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দৃর্বৃত্তরা।
সরেজমিনে ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত খোরদেল মুন্সীর ছেলে আব্দুল মান্নান দীর্ঘ ৪/৫ বছর আগে একই গ্রামের দফাদার পাড়ার পুর্ব পার্শে ৩৯ শতাংশ জমিতে সাত লক্ষ টাকা ব্যায়ে বরজ করে পান চাষ শুরু করে। কিন্তু পান চাষকৃত ঐ জমিটি নিয়ে আব্দুল মান্নান ও পার্শবর্তী মৃত আশরাফ আলী মুন্সীর ছেলে আবু কালাম আজাদ ওরফে মিন্টুর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পুর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে মিন্টু শনিবার রাতে ভরা পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনটি জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মান্নানের স্ত্রী আলেয়া বেগম। এবিষয়ে এলাকাবাসি এজাহার আলী বলেন মান্নান ঐ জমিতে দীর্ঘদিন পান চাষ করছে। ইতি পুর্বে ঐ জমিতে দুই পক্ষ পাল্টা পাল্টি ১৪৪ ধারা করেছে। এবিষয়ে আবু কালাম আজাদ ওরফে মিন্টু বলেন আমাকে ফাসাতে ওরা নিজেরা পানক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে আমার উপর দোষ চাপাচ্ছে।