বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন রাষ্ট্রপতি আবদুল হামিদের
২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন রাষ্ট্রপতি আবদুল হামিদের
২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৯ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরকারের পাশাপাশি তরুণদের কর্মসংস্থানে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান।
উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করার ওপরও জোর দেন তিনি। এবছর কৃষি ও কৃষিজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্যা ইয়ার ঘোষণা করেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষিজাত পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাসব্যাপী আন্তর্জাতিক এই মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, নতুন নতুন উদ্ভাবনের ফলে ব্যবসায়ের প্রকৃতি দ্রুত পাল্টাচ্ছে। তাই আপনাদের নতুন নতুন ধারনা নিয়ে এগিয়ে আসতে হবে। তুলনামূলক সুবিধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তাহলেই কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগ বাড়বে এবং দেশ এগিয়ে যাবে। সময় অনলাইন ।