বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » প্রশাসনের ব্যবস্থাপনায় ২২ জানুয়ারী সাগরদাঁড়ীত মধুমেলা শুরু
প্রশাসনের ব্যবস্থাপনায় ২২ জানুয়ারী সাগরদাঁড়ীত মধুমেলা শুরু
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
শতত হে নদ তুমি পড় মোর মনে। কবির মনে পড়া, মনে রাখা সেই কপোতাক্ষ তীরের মহোৎসব হবে এবার প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণে। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীর পুর্নভূমিতে এবার কোন টেন্ডার ডাক ছাড়াই সরাসরি প্রশাসনের ব্যবস্থাপনায় আগামি ২২ জানুয়ারী শুরু হচ্ছে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৫ তম জন্ম জয়জন্তী উপলক্ষ্যে ৭দিনব্যাপী মধু-উৎসব মধুমেলা ২০১৯। ২২ জানুয়ারী শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারী পর্যন্ত। তাই কবির জন্মজয়ন্তী ও মধুমেলা উদযাপন স্বার্থক করতে আয়োজক কমিটি ব্যাস্ত সময় কাটাচ্ছে। আর মধুপল্ল¬ীকে নতুন সাজে সাজতে ফুসরত নেই যেন পরিচ্ছন্ন কর্মীদেরও। গত বৃহস্পতিবার বিকালে সরেজমিনে সাগরদাঁড়ীর মধুপল্ল¬ী ঘুরে দেখাগেছে, কবির মাতৃভূমি পিতৃভূমির প্রতিটি স্থানকে পর্যাটকদের জন্য আকর্ষনীয় করে তোলার জন্য রংতুলির পরশ বুলাতে ব্যাস্ত সময় পার করছে শিল্পী ও পরিচ্ছন্ন কর্মীরা। আগামি ২৫ জানুয়ারী কবির জন্ম দিন হলেও এস এস সি পরিক্ষার কারনে এবার মেলা আয়োজক কমিটি ২২ জানুয়ারী মেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আগে ভাগে শুরু হয়েছে তোড়-জোড়। প্রতœতত্ত্ব বিভাগের প্রধান সাগরদাঁড়ী মধুপল্ল¬ীর কাষ্টডিয়ান মোঃ মহিদুল ইসলাম বলেন আগামী ২২ জানুয়ারী শুরু হতে যাচ্ছে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৫তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে মধুমেলা ২০১৯। তাই আমরা সকলেই দিনরাত চেষ্টা করে যাচ্ছি মধুপল্ল¬ীর শোভা বর্ধনের জন্য। মেলা শুরু হওয়ার আগেই সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে আশা করছি। তিনি আরো বলেন অন্য বছরের চেয়ে এবার অধিক সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম ঘটবে। ইতিমধ্যে আমাদের সিংহভাগ কাজ শেষ হয়ে গছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন এবারের মধুমেলায় কোন অশ্লীলতা থকবেনা। মেলা থাকবে সম্পুর্ণ প্রশাসনের নিয়ন্ত্রনে।