বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে তথ্য অফিসের উদ্যোগে সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন
পাইকগাছায় গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে তথ্য অফিসের উদ্যোগে সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন
এস ডব্লিউ নিউজ ॥
গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধিনে খুলনা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বুধবার সকালে গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগীতানুষ্ঠান এবং মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় চলচিত্র প্রদর্শন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে জারিগান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতী ও তার দল।
এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজী ওয়াজেদ, প্রধান শিক্ষক পূর্ণিমা ঘোষ, জেলা তথ্য অফিসের শেখ ইমারুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শংকর কুমার রায় চৌধুরী, গৌতম রায়, তরিকুল আযম, আয়শা খাতুন, অভিভাবক শেখ মিরন উল্লাহ, শেখ শহিদুল ইসলাম সহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।