বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় দলবাজ-দখলবাজ: দুর্নীতিবাজ নিয়োগ বানিজ্যের দিন শেষ হয়েছে - এমপি বাবু
পাইকগাছায় দলবাজ-দখলবাজ: দুর্নীতিবাজ নিয়োগ বানিজ্যের দিন শেষ হয়েছে - এমপি বাবু
এস ডব্লিউ নিউজ ॥
খুলনা-৬ আসনের নবীন এমপি আকতারুজ্জামান বাবু শপথ গ্রহনের পর প্রথম সরকারী সভায় নির্বাচনে তাঁর বিপুল বিজয়কে সততা নিষ্ঠার সাথে এ জনপদের মানুষের সেবা ও কল্যনে জীবন উৎসর্গ করার কথা জানিয়েছেন। তিনি সুশাসন নিশ্চিত করেত নির্বাচনী এলাকায় অতিতের মতো দলবাজ, দখলবাজ, চাঁদাবাজি সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্যের দিন শেষ হয়েছে বলে ঘোষনা দেন। পাইকগাছা উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি সরকারের লক্ষ্য উদ্দেশ্য পূরনে বঙ্গবন্ধুর স্বপ্ন দূর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্রমুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করে গত ৩০ ডিসেম্বরে শান্তিপুর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ঠ প্রসাশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী, আবু জাফর সিদ্দীকি রাজু, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন মন্ডল, এসএম এনামূল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ বারিক গাজী, উপজেলা কৃষি কর্মকর্তা এ এইস এম জাহাঙ্গীর আলম, উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, বিপ্লব কান্তি, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, রনজিৎ মিস্ত্রি প্রমুখ।